Welcome to City Daily Report

অন্তর্বর্তী সরকার নির্বাচন নিয়ে টালবাহানা করছে : ইশরাক

বগুড়ার শিবগঞ্জে বিএনপির আলোচনা সভায় বক্তব্য দেন ইশরাক হোসেন।  ছবি : সংগৃহীত


ঢাকা মহানগর বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন নিয়ে টালবাহানা করছে। সঠিক সময়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিয়ে দেশকে দায়মুক্তি দিতে হবে।

শুক্রবার (১৪ মার্চ) বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়ন বিএনপি আয়োজিত দোয়া ও ইফতারের আগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, জেল, জুলুম, নির্যাতন ও নিপীড়নের শিকার হয়ে আমরা বর্তমান অবস্থায় এসেছি। নতুন যারা দল গঠন করেছে, তারা মনে করেন তারাই দেশকে স্বাধীন করেছেন। কিন্তু তাদের সেই ধারণা ভুল। ১৯৭১ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র ছিলেন, তারাই স্বৈরাচারী শেখ হাসিনাকে হটিয়েছেন— বিষয়টি এমন নয়। আমাদের লড়াই শেষ হয়ে যায়নি, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করাই ছিল আন্দোলনের মূল লক্ষ্য।

তিনি বলেন, খুনি হাসিনার বিচার করতে হবে। একমাত্র বিএনপিই পারে শেখ হাসিনার বিচার করতে। কারণ শেখ হাসিনা গণহত্যাকারী, ১৭ বছর ধরে লড়াই-সংগ্রামে বিএনপি রাজপথের সাহসী সৈনিকের ভূমিকা পালন করছে।

মোকামতলা ইউনিয়ন বিএনপির সভাপতি নূরে আলম মামুন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বগুড়া জেলা বিএনপির সহসভাপতি ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মীর শাহে আলম। বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান।

এছাড়া আরও বক্তব্য দেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, সিনিয়র সহসভাপতি মাহবুব আলম মানিক, সাবেক সাধারণ সম্পাদক এস এম তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাস্টার হারুনর রশিদ ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *