Welcome to City Daily Report

কিশোরীকে ধর্ষণের মামলায় আসামির যাবজ্জীবন

ধর্ষণের প্রতীকী ছবি


রাজধানীর মিরপুরে এক দোকান কর্মচারীর ১৪ বছর বয়সী বোনকে ধর্ষণের ঘটনায় করা মামলায় আসামি মো. মনিরুল ইসলাম বেপারীকে (৪০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (২০ মার্চ) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক মো. শওকত আলী এ রায় দেন। রায়ে কারাদণ্ডের পাশাপাশি আসামিকে এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ ছাড়া ধর্ষণের ভিডিও ধারণের অভিযোগে তাকে পর্নোগ্রাফি আইনে আরও পাঁচবছরের সাজা দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত মনিরুল বরিশাল জেলার গৌরনদী থানার কাশেমাবাদের মৃত নুরুল ইসলাম বেপারীর ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণা শেষে তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ১ ফেব্রুয়ারি ভুক্তভোগী কিশোরীর ভাই আসামি মনিরুলের দোকানে চাকরি নেয়। এজন্য প্রায়ই ভুক্তভোগী কিশোরী তার ভাইকে আসামির দোকানে এগিয়ে দিত। এর সুবাদে ভুক্তভোগী কিশোরীকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দেয় আসামি। এরই ধারাবাহিকতায় একই বছরের ১২ মার্চ আসামি মনিরুল ভুক্তভোগী কিশোরীকে একটি ঘরে নিয়ে ধর্ষণ করে। এরপর সে বছরের ২৫ অক্টোবর পুনরায় সেই কিশোরীকে ধর্ষণ করে আসামি। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ২০২২ সালের ২ জানুয়ারি রাজধানীর মিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

মামলাটি তদন্ত করে সে বছরের ৩১ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করেন মিরপুর থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ সাদ্দাম হোসেন। মামলার বিচার চলাকালে আটজন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *