Welcome to City Daily Report

ছিনতাইয়ে ব্যর্থ হয়ে পোশাক শ্রমিককে হত্যা, গ্রেপ্তার ৩

ছবি : গ্রাফিক্স


গাজীপুরের শ্রীপুরে ছিনতাইয়ে ব্যর্থ হয়ে রেজাউল করিম নামে এক পোশাক শ্রমিককে শ্বাসরোধে হত্যার পর কলাবাগানে ফেলে যায় দুর্বৃত্তরা । ঘটনার ১৬ দিন পর ওই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৫ মার্চ) সকালে শ্রীপুর মডেল থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। এর আগে গত ১৪ মার্চ শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকায় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- শ্রীপুর উপজেলার উজিলাব গ্রামের আফাজ উদ্দিনের ছেলে নুরুল ইসলাম, কেওয়া পশ্চিম খণ্ড এলাকার আলতাফ হোসেনের ছেলে শাহাদাত হোসেন শান্ত, নেত্রকোনা সদর থানার টেঙ্গা এলাকার আলী ওসমানের ছেলে জুলহাস।

নিহত পোশাক শ্রমিক রেজাউল করিম নেত্রকোনার দুর্গাশ্রম এলাকার ইসহাগ মুন্সির ছেলে। তিনি শ্রীপুর এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

পুলিশ কর্মকর্তা বলেন, গত ২৭ ফেব্রুয়ারি রাতে পোশাক শ্রমিক রেজাউল তার কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন। পথে গড়গড়িয়া মাস্টারবড়ি এলাকায় গেলে ছিনতাইকারীরা গতিরোধ করে সঙ্গে থাকা পাঁচ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে তাকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে করে হত্যা করে কলাবাগানে ফেলে যায় ছিনতাইকারীরা। পরে গত ৯ মার্চ সন্ধ্যায় তার হাত-পা বাঁধা অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধারের এক দিন পর নিহতের ভাগিনা রিমন পরিচয় শনাক্ত করেন এবং হত্যা মামলা করেন।

শ্রীপুর মডেল থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, গ্রেপ্তারদের আদালতে পাঠানো হলে সেখানে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *