Welcome to City Daily Report

জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের আলোচনা ও ইফতার অনুষ্ঠিত

জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের ইফতার।


জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (জেবিএবি)-এর উদ্যোগে ‘ব্যাংকিং খাতের দুরবস্থা ও উত্তরণের উপায়’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) রাজধানীর নয়াপল্টনের শাংগ্রিলা ইন রেস্টুরেন্টে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, সহসাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুকুর রহমান এবং সহপ্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন।

জেবিএবির সদস্য সচিব মো. মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মো. ইকবাল হোসেন। আলোচনায় বক্তারা ব্যাংকিং খাতের সংকট তুলে ধরে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করা এবং পাচারকৃত অর্থ ফেরত আনার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিভিন্ন ব্যাংকে কর্মরত কর্মকর্তা ও অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ অংশ নেন। ইফতারের আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি ও দেশের শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *