Welcome to City Daily Report

ফ্যাসিবাদের দোসররা গণমাধ্যমে ঘাপটি মেরে আছে : এম আবদুল্লাহ

বগুড়ায় রাজশাহী বিভাগে কর্মরত সাংবাদিকদের চিকিৎসা সহায়তা ও তাদের সন্তানদের শিক্ষা বৃত্তির চেক বিতরণ করেন এম আবদুল্লাহ।  ছবি : সংগৃহীত


বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ বলেছেন, চব্বিশের জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আমরা একটি নতুন দেশ পেলেও এখনো ফ্যাসিবাদমুক্ত হতে পারিনি। ফ্যাসিবাদের দোসররা গণমাধ্যমে এখনো ঘাপটি মেরে আছে। সুযোগ পেলেই তারা দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে।

শুক্রবার (১৪ মার্চ) বিকেলে বগুড়া প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় কর্মরত সাংবাদিকদের চিকিৎসা সহায়তা ও সাংবাদিকদের মেধাবী সন্তানদের শিক্ষা বৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বগুড়ার জেলা প্রশাসক ও সাংবাদিক কল্যাণ ট্রাস্টের জেলা সভাপতি হোসনা আফরোজার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহকারী মহাসচিব ডা. সাদিকুল ইসলাম স্বপ্ন, নির্বাহী সদস্য মীর্জা সেলিম রেজা, বগুড়া প্রেস ক্লাবের আহ্বায়ক ওয়াসিকুর রহমান বেচান, সিনিয়র জেলা তথ্য অফিসার মাহফুজার রহমান, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল লালু, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, দৈনিক দুরন্ত সংবাদের সম্পাদক সবুর শাহ লোটাস, দৈনিক বগুড়ার ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল হাসান রানু, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ। অনুষ্ঠানে ২১ জন সাংবাদিককে চিকিৎসা অনুদান এবং ১৯ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির চেক দেওয়া হয়।

এসময় এম আব্দুল্লাহ বলেন, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট একটি সাংবাদিক কল্যাণমূলক প্রতিষ্ঠান। কিন্তু বিগত ফ্যাসিবাদী আমলে এই প্রতিষ্ঠানটিকে দলীয় স্বার্থে ব্যবহার করা হয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকার দল, মতের ঊর্ধ্বে উঠে দেশের সব সাংবাদিকের কল্যাণে নিরলসভাবে কাজ করছে। এরই মধ্যে সারা দেশে তিন শতাধিক সাংবাদিককে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *