Welcome to City Daily Report

যুবদল নেতা শান্ত হত্যা মামলার আসামি বশির গ্রেপ্তার

প্রতীকী ছবি : গ্রাফিক্স


মুন্সীগঞ্জে বহুল আলোচিত জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আবু ইলিয়াস শান্ত সরকার (৩৬) হত্যা মামলার আসামি বশির (৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ মার্চ) ভোর রাতে মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের বকচর এলাকার মেঘনা নদী থেকে তাকে গ্রেপ্তার করে চর আব্দুল্লাহ নৌ পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি বশির বকচর এলাকার মুলকচান ফকিরের ছেলে। গত বছরের ১০ নভেম্বর মুন্সীগঞ্জ সদর থানায় করা শান্ত সরকার হত্যা মামলার এজাহারভুক্ত ৬ নম্বর আসামি সে। বিষয়টি নিশ্চিত করেন চর আব্দুল্লাহ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতাউর রহমান।

তিনি জানান, গত ১ নভেম্বর মুন্সীগঞ্জ সদর উপজেলার জাজিরা-বকচর সংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরার ট্রলার ও স্পিড বোটের কথিত সংঘর্ষে যুবদল নেতা শান্ত আহমেদের (৩৫) মৃত্যু হয়। নিহতের পরিবারের দাবি ছিল পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তাকে।

গত ১০ নভেম্বর মুন্সীগঞ্জ সদর থানায় ট্রলারে থাকা ৬ জনের বিরুদ্ধে আরেকটি মামলা করেন ওই ঘটনায় আহত শাহাদাৎ হোসেনের চাচাতো ভাই শামীম।

মামলার আসামি কিবরিয়া মিজির বলেন, ‘আমি ষড়যত্রের শিকার। শান্ত হত্যার ঘটনায় আমাকে মিথ্যা মামলায় আসামি করে বাড়ি ছাড়া করা হয়েছে। আমি প্রশাসনের কাছে এই হত্যার সুষ্ঠু তদন্ত চাই। এবং শান্ত হত্যার প্রকৃত আসামিদের গ্রেপ্তার চাই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *