Welcome to City Daily Report

রংপুরের সেই উপকমিশনার শিবলী প্রত্যাহার

রংপুর মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ শিবলী কায়সারকে প্রত্যাহার করা হয়েছে। ছবি : সংগৃহীত


ঘুষ দাবির অভিযোগে থানায় মামলা করতে আসা বাদীকে মারধরের ঘটনায় রংপুর মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ শিবলী কায়সারকে প্রত্যাহার করা হয়েছে।

শনিবার (১৫ মার্চ) দুপুরে রংপুর মহানগর পুলিশ থেকে তাকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের উপমহাপরিদর্শক (প্রশাসন) কাজী মো. ফজলুল করিম স্বাক্ষরিত চিঠিতে আগামীকালের মধ্যে তাকে রিপোর্ট করতে বলা হয়েছে।

রংপুর মহানগর পুলিশের উপকমিশনার (অপরাধ) হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার (১৪ মার্চ) ঘুষ চাওয়ার অভিযোগে রংপুরের স্থানীয় ব্যবসায়ী লিপি খান ভরসা উপকমিশনার শিবলী কায়সারের বিরুদ্ধে মামলা করতে তার ম্যানেজার পলাশ হাসানকে মহানগর কোতোয়ালি থানায় পাঠান। এ সময় পলাশকে থানাতেই বেধড়ক পেটান পুলিশের ওই কর্মকর্তা। একপর্যায়ে তাকে গুলি করতে সহকর্মীর কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করেন।

লিপি ভরসার অভিযোগ, গত বছরের ১৩ নভেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় আসামি হন লিপি খান ভরসা। এ মামলা থেকে নাম বাদ দিয়ে তাকে সুরক্ষা দিতে মেট্রোপলিটন চেম্বারের পরিচালক অমিত বণিকের মাধ্যমে লিপি খানের কাছে ১০ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ উঠে শিবলী কায়সারের বিরুদ্ধে।

গত ১১ মার্চ শিবলী কায়সারের বিরুদ্ধে ঘুষ দাবির কথা জানিয়ে পুলিশ সদর দপ্তর, মহানগর পুলিশ কমিশনার ও সেনাবাহিনীর কাছে লিপি খান লিখিত অভিযোগ দেন। শুক্রবার সকালে তাকে উপকমিশনার (অপরাধ) থেকে বদলি করে উপকমিশনার (ক্রাইম অ্যান্ড অপস)-এর দায়িত্ব দেওয়া হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *