Welcome to City Daily Report

শিশু সন্তানকে জিম্মি করে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা

সিদ্ধিরগঞ্জ থানা। ছবি : সংগৃহীত


নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৩ মাসের শিশু সন্তানকে জিম্মি করে মাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। জালকুড়ি উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ ও ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন- বাদীর প্রতিবেশী আরিফ (৩২), তার সহযোগী ডালিম (৩৫) ও বেলাল (৩৫)।

অভিযোগ সূত্রে জানা গেছে, অভিযুক্ত আরিফ ও বাদী একই বাড়ির ভাড়াটিয়া। বুধবার (১২ মার্চ) ইফতারি দেওয়ার জন্য আরিফ বাদীর ঘরের দরজায় টোকা দেয়। এ সময় বাদীর স্ত্রী দরজা খুলে ইফতারি নিয়ে আবার দরজা লাগিয়ে দেন। ইফতারির পর পুনরায় আরিফ দরজায় নক করলে বাদীর স্ত্রী দরজা খোলেন। তখন আরিফ ভুক্তভোগীর ৩ মাসের শিশু সন্তানকে কোলে নেওয়ার বাহানায় ঘরে প্রবেশ করে দরজা লাগিয়ে ধর্ষণের চেষ্টা চালায়।

পরে ভুক্তভোগী চিৎকার করেন। একপর্যায়ে আরিফ শিশু সন্তানকে নিয়ে নিজ ঘরে চলে যায়। সন্তানকে সহিসালামতে ফেরত পেতে হলে অরিফের সঙ্গে শারিরীক সম্পর্ক করতে হবে বলে হুমকি দেয়। তখন গৃহবধূ আতঙ্কিত তার স্বামীকে ফোন করে বিস্তারিত জানান। পরে তার স্বামী দ্রুত তার এক সহকর্মীকে নিয়ে বাড়িতে পৌঁছে অভিযুক্ত আরিফের ঘর থেকে তার শিশু সন্তানকে উদ্ধার করে। শিশুটিকে নিয়ে যাওয়ার পর আরিফ, ডালিম ও বেলালসহ ১০-১২ বাদীকে বিভিন্ন হুমকি ধমকি দেয়।

এ ঘটনায় ভুক্তভোগীরা পলাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শাহাদাত হোসেন বলেন, এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে তার স্বামী বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *