Welcome to City Daily Report

সিলেটে হঠাৎ শিলাবৃষ্টি, ব্যাপক ক্ষয়ক্ষতি

সিলেটে ব্যাপক শিলাবৃষ্টি। ছবি : সংগৃহীত

ফাগুনের শেষে সিলেটের জৈন্তাপুরের ওপর দিয়ে বয়ে গেছে ঝড়ো হাওয়া, সঙ্গে ছিল ব্যাপক শিলাবৃষ্টি। এতে ঘরের টিন ও ফসলি ক্ষেতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ৮টায় থেকে পশ্চিম আকাশে ব্যাপক গর্জন শুরু হয়। এরপর ৯টা থেকে শুরু হয় শিলাবৃষ্টি। প্রায় ৩০ মিনিট ধরে উপজেলার ফতেপুর ইউনিয়নসহ উপজেলার কিছু এলাকায় ব্যাপক শিলাবৃষ্টি হয়। ফসলের ক্ষতির পাশাপাশি ওই এলাকার অধিক পরিবারের টিনের চালা ফুটো হয়েছে।

হরিপুর গ্রামের বাসিন্দা আয়না মিয়া বলেন, আমার ঘরের টিন ফুটো হয়ে গেছে। এখন বাইরে পানি পড়ার আগে আমার ঘরে পানি পড়বে। শুধু আমার নয়, আমার এলাকার অনেক পরিবারের একই অবস্থা। টিনের চাল ও ফসলের মাট শিলাবৃষ্টির আঘাতে ক্ষতিগ্রস্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *