Welcome to City Daily Report

‘৮৫ শতাংশ ক্ষতির’ খবর উড়িয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে লাভের দাবি পিসিবির

পাকিস্তান দলের সাথে পিসিবি প্রধান নকভি। ছবি : সংগৃহীত


পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ভারতের গণমাধ্যমে প্রকাশিত ‘৮৫% ক্ষতির’ প্রতিবেদনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে পিসিবির মুখপাত্র আমির মির ও প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) জাভেদ মুর্তজা দাবি করেন, সম্প্রতি পাকিস্তানে অনুষ্ঠিত ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি বোর্ডের রাজস্ব উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল, পিসিবি টুর্নামেন্ট আয়োজন করতে ৮৬৯ কোটি রুপি খরচ করলেও ৮৫% ক্ষতির মুখে পড়েছে। তবে পিসিবি এ দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে। আমির মির বলেন, ‘টুর্নামেন্টের সব খরচ আইসিসি বহন করেছে। গেটমানি ও টিকিট বিক্রি থেকে আমরা রাজস্ব অর্জন করেছি এবং নিরীক্ষা শেষে আইসিসির কাছ থেকে আরও ৩০০ কোটি রুপি আসবে বলে আশা করছি।’

প্রায় তিন দশক পর পাকিস্তানে বৈশ্বিক টুর্নামেন্ট ফেরায় চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ ছিল বোর্ডের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মির জানান, পিসিবি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ২০০ কোটি রুপি আয়ের লক্ষ্য নির্ধারণ করেছিল, কিন্তু বাস্তবে তারা লক্ষ্য ছাড়িয়ে গেছে। টুর্নামেন্টের ফাইনালে দুবাইয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত।

মির আরও দাবি করেন, ‘বর্তমানে আর্থিকভাবে পিসিবি অনেক শক্তিশালী অবস্থানে রয়েছে। গত অর্থবছরের তুলনায় রাজস্ব ৪০% বৃদ্ধি পেয়েছে। এর ফলে পিসিবি এখন বিশ্বের শীর্ষ তিন ধনী ক্রিকেট বোর্ডের মধ্যে স্থান করে নিয়েছে।’ তিনি আরও জানান, পিসিবি ইতোমধ্যে ৪০ মিলিয়ন রুপি কর পরিশোধ করেছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছিল, আর্থিক লোকসানের কারণে পিসিবি দেশীয় ক্রিকেটারদের ম্যাচ ফি ৯০% কমিয়ে দিয়েছে। তবে মির নিশ্চিত করেছেন, বোর্ড চেয়ারম্যান মহসিন নাকভি সেই সিদ্ধান্ত বাতিল করেছেন।

এছাড়া, দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সমাপ্তি অনুষ্ঠানে পিসিবির কর্মকর্তাদের ‘অগ্রাহ্য করার’ বিষয়ে আইসিসির ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি বলেও জানান বোর্ডের মুখপাত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *