Welcome to City Daily Report

ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে বুটেক্স শিক্ষার্থীদের বিক্ষোভ

ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে বুটেক্স শিক্ষার্থীদের বিক্ষোভ।


ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর হামলা এবং এর পেছনে আমেরিকার সম্পৃক্ততার প্রতিবাদে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) যোহরের নামাজের পর বুটেক্সের জি এম এ জি ওসমানী হল থেকে শিক্ষার্থীরা একটি র‍্যালি বের করে, যা প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। শিক্ষার্থীরা ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন এবং ‘ফ্রী ফ্রী প্যালেস্টাইন’, ‘ফ্রম দ্যা রিভার টু দ্যা সি, প্যালেস্টাইন উইল বি ফ্রী’, ‘মুসলিম ফর লাইফ, মুসলিম ইউনাইট’সহ নানা স্লোগান দেয়।

বিক্ষোভে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স বিভাগের প্রভাষক ইহসান ইলাহী সাবিক। তিনি বলেন, এ সমাবেশের উদ্দেশ্য দুটি—প্রথমত, মহান আল্লাহর দরবারে ফিলিস্তিনের নির্যাতিত জনগণের জন্য দোয়া করা এবং দ্বিতীয়ত সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার হওয়া।

তিনি বলেন, ইসরায়েলের বর্বর হামলায় সারা বিশ্বের সাধারণ মানুষের হৃদয়ে ক্ষত সৃষ্টি হয়েছে। তিনি দাবি করেন, মুসলিম দেশগুলোর নেতাদের উচিত ইসরায়েল ও তার মিত্র আমেরিকার সঙ্গে সব ধরনের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করা। একই সঙ্গে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন বিশ্ব থেকে সন্ত্রাসী শক্তি নিশ্চিহ্ন হয়ে যায়।

৪৬তম ব্যাচের শিক্ষার্থী মো. আবদুল মুনাফ বলেন, মুসলিম শাসকদের এখন ঐক্যবদ্ধ হওয়া জরুরি। মুসলিম বিশ্ব একত্র হলে ইসরায়েলের আগ্রাসনের জবাব দেওয়া সম্ভব হবে। তিনি পবিত্র রমজান মাসে ফিলিস্তিনের মানুষের জন্য বেশি বেশি দোয়া করার আহ্বান জানান এবং মুসলিম দেশগুলোকে ইসরায়েল ও আমেরিকার সঙ্গে সব প্রকার সম্পর্ক পরিহারের পরামর্শ দেন।

বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ফিলিস্তিনের নিরীহ মানুষের প্রতি সংহতি জানান এবং বিশ্ব সম্প্রদায়কে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *