Welcome to City Daily Report

আ.লীগ নেতার বিরুদ্ধে ৮ বছর অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগ

আওয়ামী লীগ নেতা বদিউজ্জামান উজ্জল। ছবি : সংগৃহীত


জামালপুরে সরিষাবাড়ীতে বদিউজ্জামান উজ্জল নামে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে দলীয় প্রভাব খাটিয়ে দীর্ঘ ৮ বছর ধরে অবৈধ সংযোগে বিদ্যুৎ ব্যবহার করার অভিযোগ উঠেছে। অবশেষে কর্তৃপক্ষের নজরে পড়ায় শেষ রক্ষা হয়নি তার। মিটার জব্দসহ বিদ্যুৎ চুরির মামলা করা হয়েছে তার বিরুদ্ধে।

সরিষাবাড়ী পৌর এলাকার সামর্থবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মো. বদিউজ্জামান উজ্জল পৌরসভার ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর। স্থানীয় ও পিডিবি সূত্র জানায়, সামর্থবাড়ি গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে বদিউজ্জামান উজ্জল প্রায় ৮ বছর ধরে তার বাড়িতে বাবার নামে নেওয়া বৈদ্যুতিক সংযোগের পাশাপাশি আরেকটি অবৈধ সংযোগ স্থাপন করেন। দীর্ঘদিন অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করলেও দলীয় পদ ও পৌর কাউন্সিলর থাকার প্রভাবে পার পেয়ে যান।

সম্প্রতি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিক্রয় ও বিতরণ বিভাগের নজরে আসে।

রোববার (৯ মার্চ) দুপুরে পিডিবির নির্বাহী প্রকৌশলী মো. মশিউর রহমান অভিযান চালিয়ে বদিউজ্জামান উজ্জলের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও মিটার জব্দ করেন। পরদিন জামালপুর বিদ্যুৎ আদালতে তার বিরুদ্ধে বিদ্যুৎ আইন ২০১৮-এর ৩২ (১) ধারায় মামলা করা হয়। মামলায় ৩ লাখ ৮৩ হাজার ১৭৩ টাকার ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।

অভিযুক্ত আওয়ামী লীগ নেতা বদিউজ্জামান উজ্জলের বক্তব্য জানার চেষ্টা করলেও তিনি পলাতক থাকায় তা জানা যায়নি। তার মুঠোফোনে কল করলেও তা বন্ধ পাওয়া যায়।

সরিষাবাড়ী পিডিবির নির্বাহী প্রকৌশলী মো. মশিউর রহমান বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, ‘অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণে বিভিন্নস্থানে অভিযান এবং অভিযোগের সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বিদ্যুৎ চুরি রোধ ও রাজস্ব আদায়ে এ অভিযান অব্যাহত থাকবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *