Welcome to City Daily Report

কলম্বিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে সেলেসাওরা

অনুশীলনে ব্যস্ত ভিনি-ব্রুনোরা। ছবি : সংগৃহীত


ব্রাজিল দলে নেইমার নেই, নেই অন্যতম পছন্দের গোলরক্ষক এডারসনও। গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন খেলোয়াড় চোট ও নিষেধাজ্ঞার কারণে দলে নেই, ফলে কলম্বিয়ার বিপক্ষে নতুন সমীকরণ সাজাতে হচ্ছে কোচ দরিভাল জুনিয়রকে। তারুণ্যনির্ভর স্কোয়াডে এবার সবচেয়ে বড় চমক থাকছে ব্রাইটনের ফরোয়ার্ড জোয়াও পেদ্রো, যিনি প্রথমবারের মতো মূল একাদশে সুযোগ পাচ্ছেন।

দলের মাঝমাঠ ও রক্ষণেও আসছে পরিবর্তন। ইনজুরির কারণে ডানপ্রান্তে দানিলোর জায়গায় আসতে পারেন ভান্দারসন। বামপ্রান্তেও বদল আসছে, যেখানে আগের ম্যাচগুলোতে খেলেছিলেন আবনার, এবার সেখানে দেখা যেতে পারে গুইলার্মে আরানাকে।

তবে আক্রমণে জোয়াও পেদ্রো ব্যতীত অন্য কোন পরিবর্তন আসার সম্ভাবনা নেই বললেই চলে। আক্রমণে রাফিনিয়া, রদ্রিগো ও ভিনিসিয়ুসের সঙ্গী হিসেবে থাকবেন পেদ্রো।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ:

গোলরক্ষক: অ্যালিসন

রক্ষণ: ভান্দারসন, মার্কিনিয়োস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, গুইলার্মে আরানা

মাঝমাঠ: ব্রুনো গিমারায়েস, গেরসন, রদ্রিগো

আক্রমণ: রাফিনিয়া, ভিনিসিয়ুস জুনিয়র, জোয়াও পেদ্রো

দলে অনুপস্থিত:

ইনজুরির কারণে বাইরে: এডারসন, দানিলো, নেইমার

নিষিদ্ধ হওয়ার শঙ্কায়: আন্দ্রে, ব্রুনো গিমারায়েস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, ম্যাথিয়াস কুনহা, রাফিনিয়া, রদ্রিগো, ভিনিসিয়ুস জুনিয়র

নতুন কম্বিনেশনে ব্রাজিলের পারফরম্যান্স কেমন হয়, তা নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে কৌতূহল রয়েছে। কোচ দরিভাল জুনিয়র কি দলকে আগের ছন্দে ফেরাতে পারবেন, নাকি নতুন কৌশলে চমক অপেক্ষা করছে—এটাই এখন দেখার বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *