Welcome to City Daily Report

দক্ষিণখানে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক

দক্ষিণখানে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে এক মাদ্রাসার শিক্ষককে আটক করেছে পুলিশ।  ছবি : সংগৃহীত


রাজধানীর দক্ষিণখানে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে এক মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় শিক্ষক ইয়াসিনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৪ মার্চ) রাতে দক্ষিণখানের আশকোনা এলাকায় এ ঘটনা ঘটে।

দক্ষিণখান থানার ওসি তাইফুর রহমান জানান, আশকোনা এলাকায় একটি মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি ওই মাদ্রাসার একজন ছাত্রকে বলাৎকার করেছেন। অভিযোগ জানাজানি হলে এলাকার মানুষ ওই শিক্ষককে আটক করে। পুলিশ খবর পেয়ে অভিযুক্ত শিক্ষককে থানায় নিয়ে যায়।

তিনি বলেন, এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্ত চলছে। অভিযুক্ত শিক্ষক ইয়াসিনের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, পুলিশ ও স্থানীয় প্রশাসন সতর্ক থাকায় তদন্ত প্রক্রিয়া দ্রুত শেষ করার চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় তদন্ত শেষ হলে বিস্তারিত তথ্য জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *