Welcome to City Daily Report

সৌদিতে ঈদের চাঁদ কবে উঠতে পারে জানা গেল গবেষণায়

ছবি : সংগৃহীত


ইসলামের প্রাণকেন্দ্র সৌদি আরব এবং কুয়েতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রোজা ২৯টি হবে এবং আগামী ৩০ মার্চ ঈদুল ফিতরের প্রথমদিন হবে। কুয়েতের আল ওজাইরি বিজ্ঞানকেন্দ্র থেকে দেওয়া এক ঘোষণায় এ তথ্য জানানো হয়েছে। খবর আরব টাইমসের।

আল ওজাইরি বিজ্ঞানকেন্দ্র জানিয়েছে, ২৯ মার্চ সৌদি আরব এবং কুয়েতে আকাশে চাঁদটি মাত্র ৮ মিনিট থাকবে। এতে সেখানে খালি চোখে চাঁদ দেখা কষ্টসাধ্য; কিন্তু অসম্ভব হবে না।

সংস্থাটি বলছে, আগামী ২৯ মার্চ শনিবার দুপুর ১টা ৫৭ মিনিটে ১৪৪৬ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ উঠবে। কিন্তু দক্ষিণপূর্ব এশিয়ার কিছু ইসলামিক দেশে সূর্যোদয়ের আগেই চাঁদটি অস্ত যাবে। জ্যোতির্বিজ্ঞানীদের সূক্ষ্ম গবেষণা ও হিসাব-নিকাশ থেকে এই তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে কুয়েতের এই বিজ্ঞান কেন্দ্রটি।

সংস্থাটি আরও বলছে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ৩০ মার্চ ঈদুল ফিতর পালিত হলেও পূর্বদিকের দেশগুলোতে ওইদিন ঈদ শুরু হবে না। দক্ষিণপূর্ব এশিয়ার কিছু দেশে এবার সৌদির সঙ্গে রমজান শুরু হয়েছে। কিন্তু তারা হয়ত ৩০টি রমজান পূর্ণ করবে।

কুয়েতের এই বিজ্ঞানকেন্দ্রটি আরও বলেছে, কিছু আরব ও ইসলামিক দেশগুলোর মূল শহরের আকাশে চাঁদটি ৪ মিনিট থেকে ২০ মিনিট পর্যন্ত অবস্থান করবে। তবে রমজানের সমাপ্তি ও ঈদ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেবে স্ব স্ব দেশের চাঁদ দেখা কমিটি।

এর আগে অবশ্য সংযুক্ত আরব আমিরাতের দুবাই জ্যোতির্বিদ্যা গ্রুপ জানিয়েছিল, এবার আরব আমিরাতে ৩০ মার্চ শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে। আর ৩১ মার্চ পালিত হবে ঈদুল ফিতর। তবে এখন কুয়েতের বিজ্ঞান কেন্দ্র থেকে অন্য তথ্য দেওয়া হল।

উল্লেখ্য, যদি আমিরাত ও সৌদিতে ২৯ মার্চ চাঁদ দেখা যায় তাহলে এর পরের দিন বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে চাঁদ দেখার সম্ভাবনা থাকবে। কারণ মধ্যপ্রাচ্যের একদিন পরেই সাধারণত বাংলাদেশে ঈদ উদযাপিত হয়ে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *